April 20, 2025 | Sunday | 12:37 PM

বাঙালি নারীকে যৌন হেনস্থাকারী ভিভেক অগ্নিহোত্রী বাংলাকে “কাশ্মীর” বলে অপমান করার প্রতিবাদে বাংলা পক্ষর বিক্ষোভ কর্মসূচী

0


TODAYS বাংলা: বাঙালি নারীকে যৌন হেনস্থাকারী হিন্দি সিনেমা পরিচালক ভিভেক অগ্নিহোত্রী বাংলাকে কাশ্মীরের সাথে তুলনা করে এই পবিত্র মাটিকে অপমান করেছে। বাংলা ও বাঙালি এই অপমান মানবে না। প্রতিবাদে কলকাতার রানুছায়া মঞ্চে বাংলা পক্ষর বিক্ষোভ কর্মসূচী করল বাংলা পক্ষ৷ বাংলাকে “কাশ্মীর” বলে রবি ঠাকুর, কবি নজরুল, রামকৃষ্ণ, লালন সাঁই, চৈতন্যের এই মাটিকে অপমান করেছে এই বহিরাগত। বাংলা পক্ষ বাঙালি নারীকে যৌন হেনস্থাকারী ভিভেক অগ্নিহোত্রীকে ধিক্কার জানায় বাংলা পক্ষ। হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লির শাসক দলের পা চাটা কিছু সারমেয় বাংলাকে অপমান করতে নেমেছে, বাঙালি আর এইসব সহ্য করবে না৷
আজ বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচী করল, প্রতিবাদে গর্জে উঠলো বাংলা পক্ষর সহ মেরুদণ্ড সোজা থাকা বাঙালিরা। ভিভেক অগ্নিহোত্রী এরপর বাংলায় এলে সেখানে উপস্থিত থাকবে বাংলা পক্ষ। বাংলার মাটিতে বাঙালি নারীকে যৌন হেনস্থাকারী বহিরাগতর কোনো ঠাঁই নেই৷

সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বাংলার মাটিতে বাঙালি নারীকে যৌন হেনস্থাকারী ভিভেক অগ্নিহোত্রীর কোনো জায়গা নেই৷ বিজেপি করা বাঙালি ঘরে জন্মানো মীরজাফর-বিভীষণদের কোনো লজ্জা নেই? বাংলাকে অপমান করছে যৌন হেনস্থায় এক অভিযুক্ত, আর সেখানে ওরা হাততালি দিচ্ছে, জলের বোতল এগিয়ে দিচ্ছে। ছি ছি। আগামীতে ভিভেক অগ্নিহোত্রী বাংলায় এলে বাংলা পক্ষ কলকাতা এয়ারপোর্টে প্রস্তুত থাকবে ওনাকে আপ্যায়ন করতে। এরপর যেন বাংলাকে অপমান করার সাহস না দেখান।”

শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, “হিন্দু বাঙালি সহ ডিটেনশন ক্যাম্পে প্রতিটা বাঙালির দুর্দশা ও আসামে বাঙালির আত্মহত্যা নিয়ে “আসাম ফাইলস” বানানোর দম আছে বাঙালি বিদ্বেষী ভিভেক অগ্নিহোত্রীর? ধর্ষণে ভারতের মুখ পোড়ানো উত্তর প্রদেশ নিয়ে “উত্তরপ্রদেশ ফাইলস” বানানোর ধক আছে ভিভেক অগ্নিহোত্রীর? চ্যালেঞ্জ করছি।”
হাওড়া থেকে অনল জানার রিপোর্ট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *