বাতিল হলো সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন, এই সিদ্ধান্তের মামলায় হস্তক্ষেপ করতে চাইলো না হাইকোর্ট
TODAYS বাংলা: আরজি কর বিতর্কের আবহেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে রাজ্যের মেডিক্যাল কাউন্সিল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। তবে ওই মামলায় এখনই হস্তক্ষেপ করল না হাই কোর্ট। রেজিস্ট্রেশন বাতিলের বিরোধিতায় তাঁর আবেদনটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি জানিয়েছিলেন সন্দীপ। হাই কোর্টের বিচারপতি পার্থসারথি সেনের একক বেঞ্চ জরুরি ভিত্তিতে শুনানির আর্জি ফিরিয়ে দিয়েছে।যদিও সিবিআই জানিয়েছে, ধর্ষণ ও খুনের মামলায় প্রত্যক্ষ যোগের অভিযোগ নেই সন্দীপের বিরুদ্ধে। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ রয়েছে ওই মামলায়। সন্দীপ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর রেজিস্ট্রেশন বাতিল করার দাবি উঠছিল চিকিৎসক মহলের অন্দরেই।