April 20, 2025 | Sunday | 8:47 AM

বিজয়া সন্মলনীতে এবং তৃণমূল কংগ্রেসের আহবায়ক কুনাল ঘোষ

0

TODAYS বাংলা : বিজয়া সন্মলনীতে এবং তৃণমূল কংগ্রেসের আহবায়ক কুনাল ঘোষ।এবারে তিনি মাটিগাড়া এবং নকসালবাড়ীতে বিজয়া সন্মেলনী করে জনসাধারনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন। তিনি জানালেন বিজেপী উত্তরবঙ্গে দাত ফোটাতেও পারবে না কারন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়েই পশ্চিমবঙ্গের মানুষ চলতে চান এবং আগামী দিনেও চলবেন। আগামী নির্বাচনেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয়পতাকা উড়বে।

যে যতই বলুক না কেন বাংলার মানুষের মনকে ঘুরিয়ে দিতে পারবেন না কেউই। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে।কুনাল ঘোষের সাথে ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। জেলা সভাপতি জানান তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে যাবে,আর নিন্দুকেরা সমালোচনা করে যাবে। তৃণমূল কংগ্রেস সেইসব নিয়ে চিন্তা করে না। যারা কাজ করে তারা এত সমালোচনা করে না জানালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *