বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হোটেল কর্মীর, চঞ্চল্য ছড়ালো হাওড়ার উলবেড়িয়ায়
TODAYS বাংলা: হাওড়ার উলবেড়িয়ার গড়চুমুক পর্যটনকেন্দ্রের সামনে উচ্চ পরিবাহী (হাই ভোল্টেজ) বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় মৃত্যু হল এক হোটেলকর্মীর। বুধবার ওই বিদ্যুতের তারে দীর্ঘ ক্ষণ ঝুলতে দেখা যায় তাঁকে। পরে ওই হোটেলকর্মীর দেহ উদ্ধার করেন স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন তাঁরা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
