বিনীত গোয়েলকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা, কে তিনি?
TODAYS বাংলা: কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা৷ তিনি বর্তমানে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা৷ কলকাতার বিদায়ী নগরপাল বিনীত গোয়েলকে এডিজি (এসটিএফ) পদে পাঠাল রাজ্য সরকার৷ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে গতকালই বিনীত গোয়েলকে নগরপালের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে এডিজি এসটিএফ পদেই কর্মরত ছিলেন বিনীত গোয়েল৷

১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মাকে অতীতে অশান্ত বিভিন্ন এলাকার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে রাজ্য সরকার৷ অতীতে মাওবাদী দমনে জঙ্গলমহলে বড় ভূমিকা নিয়েছিলেন মনোজ কুমার ভার্মা৷ মাওবাদীরা সক্রিয় থাকার সময়ই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন তিনি৷ মাওবাদী নেতা কিষেনজির এনকাউন্টারের সময়ও কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের দায়িত্ব সামলেছেন মনোজ কুমার ভার্মা৷