বিভিন্ন ঘাটে বিসর্জনের আগেই পুরসভা এবং পুলিশ তৈরি গোটা পরিস্থিতি সামলাতে
TODAYS বাংলা: রবিবার থেকে বিসর্জনের পালা বাড়বে গঙ্গার ঘাটে। বিশেষ করে বারোয়ারি পুজো কমিটিগুলি আজ দেবীর ভাসান দিতে শুরু করবে। তার সঙ্গে বনেদি বাড়ি ও আবাসনের পুজোর প্রতিমা নিরঞ্জন তো রইলই। সুতরাং আজ থেকে গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা বিসর্জনের চাপ থাকবে। তাই এবার সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে কলকাতা পুলিশ। একইসঙ্গে ঘাট সাফাইয়ে কলকাতা পুরসভার রাখছে বাড়তি সাফাইকর্মী। গতকাল গঙ্গার ঘাটে বিসর্জনের সময় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান উঠেছিল।
তারপর থেকেই সতর্ক হয়ে গিয়েছে কলকাতা পুলিশ। কারণ দুর্গাপুজোর ভাসানের সঙ্গে এই স্লোগান যায় না। তাতে উস্কানি তৈরি হয়।তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোয়ারের সময় বহু পুজো কমিটির সদস্যরা বিসর্জন দিতে নামেন। তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। জোয়ার–ভাটার সময় মাইকিং করা হয়। প্রত্যেকটি ঘাটে বিপর্যয় মোকাবিলার টিম–সহ মাঝি ও ডুবুরি রাখা আছে। নিমতলা, বাজেকদমতলা, গোয়ালিয়র ঘাট এবং বিচালিঘাটে চারটি নৌকা রাখা হয়েছে। যাতে কাঠামোগুলি দ্রুত সরিয়ে ফেলা যায়।