বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কারাদণ্ড ২০ বছরের
TODAYS বাংলা: মেয়েটি নাবালিকা, বয়স ১৬। ঝাড়গ্রাম পুলিশ জেলার জামবনি থানার বাসিন্দা। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে নিয়মিত সহবাস করে স্থানীয় যুবক অমরেশ মাহাতা।মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে অমরেশ নাবালিকার সঙ্গে সমস্ত পরিচয় অস্বীকার করে। মেয়েটির পরিবারের তরফে থানায় দায়ের করা হয় অভিযোগ।POCSO( Protection of Children against Sexual Offences) সহ অন্যান্য সংশ্লিষ্ট আইনে শুরু হয় মামলা।

তদন্তভার নেন ঝাড়গ্রামের তৎকালীন এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য। যিনি গ্রেফতার করেন অভিযুক্ত অমরেশকে, এবং দ্রুত পেশ করেন তথ্যপ্রমাণ সম্বলিত চার্জশিট। অমরেশ হেফাজতে থাকাকালীনই শুরু হয় বিচারপর্ব। আগাগোড়া ঝাড়গ্রাম পুলিশ জেলার ‘ট্রায়াল মনিটরিং টিম’-এর যত্নবান নজরে ছিল এই মামলা।
মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। অভিযুক্ত অমরেশ দোষী সাব্যস্ত হয়েছে, দণ্ডিত হয়েছে ২০ বছরের কারাবাসে। নির্যাতিতা নাবালিকাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।