বিশ্বকাপে অঘটন ,সৌদি আরবের কাছে হারল মেসিরা
TODAYS বাংলা: বিশ্বকাপ শুরু হয়েছে।বিশ্বকাপে প্রথম ম্যাচ এ মুখ থুবড়ে পড়ল আর্জেন্টিনা ।এগিয়ে থেকোও হারল আর্জেন্টিনা ।সৌদি আরবের গোলকিপার অসাধারণ খেললেন একের পর এক সেভ করে আর্জেন্টিনার জয়ের পথের কাটা হয়ে উঠলেন ।প্রথম অর্ধে ৮ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা ।মেসির পেনাল্টির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।কিন্তু এগিয়ে গেলেও আর্জেন্টিনার তিন গোল অফ সাইড এর জন্য বাতিল হয় ।প্রথম অর্ধে একেবারে ঘুমন্ত অবস্থায় ছিল সৌদি আরব।দ্বিতীয় অর্ধে শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে সৌদি আরবের খেলোয়াড়রা।তার ফল স্বরূপ তারে গোল তুলে নেন।৪৮ মিনিটে সৌদি আরব কে এগিয়ে দেন আল শেহরি।৫৩ মিনিটে ব্যবধান বাড়ায় আল সালাম ।একের পর এক সেভ করে ম্যাচের নায়ক মোহাম্মদ বিন খলিল বিন ইব্রাহিম বিন আল অয়েস।বিশ্বকাপে কি ঘুরে দাঁড়াতে পারবে আর্জেন্টিনা ।তা দেখতে আমাদের টিভির পর্দায় চোখ রাখতেই হবে।