বিশ্বজুড়ে পরতে চলেছে উষ্ণায়নের প্রভাব
TODAYS বাংলা: বিশ্বজুড়ে উষ্ণায়নের প্রভাব, সেই কারণে পূর্ব আন্টার্টিকায় ধসে পড়ল আইস সেলফ। উপগ্রহ মারফত এই চিত্র দেখা গেছে।

মার্চ মাসের মাঝামাঝি সময়ে এই ঘটনা ঘটেছে, এমনটাই জানা গিয়েছে উপগ্রহ মারফত চিত্র দেখে।

প্রসঙ্গত আইস সেলফ গুলি সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে।

তাই এগুলো যদি ভেঙ্গে পড়ে সেই ক্ষেত্রে সমুদ্রের জল স্তর বৃদ্ধি পায় না। কিন্তু যদি ধসে পড়ে সে ক্ষেত্রে সমুদ্রের জল স্তর বৃদ্ধি পাবে।
