বেপাত্তা হাওড়ার পান্ডে ব্রাদার্স! দুটি অ্যাকাউন্টে লেনদেন ৭৭ কোটি টাকা
Todays bangla :হাওড়া কাণ্ডে ফের চাঞ্চল্য রাজ্যজুড়ে। পুলিশের অনুমান, হাওড়ার শিবপুরের পান্ডে ব্রাদার্স মূলত অনলাইন চিটফান্ডের কারবার চালাতেন। যেই চিটফান্ডের কারণে ২০১৩-১৪ সালে মুখ থুবড়ে পড়েছিল হাজার হাজার সাধারণ মানুষের জীবন। তবে পুলিশের অভিযানের আগেই বেপাত্তা হয়েছে হাওড়ার পান্ডে ব্রাদার্স।

পুলিশের দাবি, বিভিন্ন ব্যাংকে একের পর এক অ্যাকাউন্টের পাশাপাশি কালো টাকা সাদা করার জন্য একের পর এক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। পুলিশ সূত্রের খবর, গত অগাস্টে কানারা ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখায় দুটি কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়। একমাস পর, ওই দুটি অ্যাকাউন্টে ৭৭ কোটি টাকা লেনদেন দেখে সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের।
প্রসঙ্গত, আগেই শুধু গ্যারেজে রাখা গাড়ি, ফ্ল্যাটের বক্স খাট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোঁজ মিলেছে ২৮ কোটি টাকার। পাশাপাশি হিরে ও সোনার গয়না। বর্তমানে জানার চেষ্টা চলছে যে, এই বিরাট অঙ্কের টাকা এল কোথা থেকে?