বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের সাহায্যে সুস্থ হয়ে বাড়ি ফিরল এক শিশু
TODAYS বাংলা: বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের সাহায্যে সুস্থ হয়ে বাড়ি ফিরল এক শিশু।শুক্রবার রেঞ্জার সঞ্জয় দত্তের অফিসে গিয়ে তাকে কৃতজ্ঞতা জানালো শিশুটির পরিবার।
জানা গিয়েছে, রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ধনেশ্বরী গ্রামের দিনমজুর দম্পতি রাজেশ রায় ও তার স্ত্রী টুম্পা রায়ের তিন বছরের সন্তান দুরারোগ্য রোগে ভুগছিল।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করিয়েও সুস্থ হচ্ছিল না।চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার আর্থিক ক্ষমতাও ছিল না।

বিভিন্ন জায়গায় গিয়ে কোনো লাভ না হওয়ায় অবশেষে বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের শরণাপন্ন হন দম্পতি।এরপরই সাহায্যের হাত বাড়িয়ে দেন রেঞ্জার সঞ্জয় দত্ত।রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের মাধ্যমে শিশুসাথীর সহায়তায় শিশুটির চিকিৎসার ব্যাবস্থা করা হয়। কলকাতার আর এন টেগোরে চিকিৎসার পরে শিশুটি সম্পুর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।