বেহালার ঘটনার পর এবার পুরসভার কর্মী-আধিকারিকদের পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করলো পুরসভা
TODAYS বাংলা: হকার সমীক্ষার কাজে গেলে পুরসভার কর্মী-আধিকারিকদের পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভার শীর্ষ প্রশাসন। শুক্রবার এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৩১ জুলাই, বুধবার বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে হকার সমীক্ষার কাজে গিয়ে এক তৃণমূল নেতার হাতে প্রহৃত হন কলকাতা পুরসভার এক আধিকারিক।

পরে কলকাতা পুরসভার অভিযোগের ভিত্তিতে ওই নেতাকে গ্রেফতার করে পর্ণশ্রী থানার পুলিশ। সেই ঘটনার পরেই পরিস্থিতি নিয়ে কলকাতা পুরসভার সদর দফতরের সঙ্গে আলোচনা হয় বোরো-১৪-র কমিটির। তার পরেই এই নির্দেশ জারি করা হয়েছে। কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে, সমীক্ষার কাজে গিয়ে পুর আধিকারিক ও কর্মীরা যাতে সমস্যার মুখে না পড়েন, সেই ভাবনা থেকেই পরিচয়পত্র নিয়ে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শুধু বেহালা নয়, কলকাতা শহরের বেশ কিছু জায়গায় পরিচয়পত্র ছাড়া সমীক্ষার কাজে গিয়ে সমস্যায় পড়েছেন পুর আধিকারিক এবং কর্মীরা।