বোমা মেরে তৃণমূলের উপ-প্রধানকে খুন
মৃন্ময় লাহিড়ী, বীরভূম Todays bangla: বোমা মেরে তৃণমূল কংগ্রেসের উপ-প্রধানকে খুন করল দুষ্কৃতীরা। মৃত উপ-প্রধানের নাম ভাদু সেখ । তিনি বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন। তার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে।

মঙ্গলবার ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ের কাছে তিনি বসে ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে বোমা মারে।

তাকে রক্তাক্ত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন ।

ঘটনার পরেই রামপুরহাট থানার পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ।

