ব্যস্ত সময়ে বন্ধ হাওড়া ডিভিশনের আমতা শাখার ট্রেন চলাচল
TODAYS বাংলা: সোমবার বিকেলের দিকে হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। জানা গিয়েছে, বড়গাছিয়া স্টেশনের কাছে রেলের ওভারহে়ড তারের উপর গাছের ডাল ভেঙে পড়ে। ফলে তারটি ক্ষতিগ্রস্থ হয়। আপ লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। কাজ শুরু করেছেন তাঁরা।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, এই ঘটনার জেরে হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রেলের ইঞ্জিনিয়ারেরা মেরামতির কাজ করছেন। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।