April 20, 2025 | Sunday | 7:22 PM

ব্যানের পথে সোশ্যাল মিডিয়া!

0

TODAYS বাংলা : সোশ্যাল মিডিয়া প্রতি এখন সবাই আকৃষ্ট। সকালে উঠে সকালের জলখাবার না খেলেও চলে কিন্তু ফোনটা নিয়ে স‍্যোশাল মিডিয়ায় অ্যাকটিভ হওয়াটা একপ্রকার নেশার মতো হয়েছে। গত দুই বছর কোভিডের কারনে মানুষ ঘর বন্দী হয়ে পড়ায় আরও যেন স‍্যোশাল মিডিয়ার প্রতি আসক্তি টা আরও বেড়ে গেছেন।

ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত ফোনটা যেন এখন নিত‍্যসঙ্গী। এখন ভেবে দেখুন হঠাৎ করে যদি স‍্যোশাল মিডিয়া ব‍্যাবহার করা বন্ধ হয়ে যায় তাহলে কী হবে? ভাবতে অবাক লাগলেও কোথায় যেন যেন এটা সত্যি হতে চলছে! তবে বাস্তব অনেকটাই এইরকমই। রাশিয়ার রাজধানী মস্কোর আদালত সোশ্যাল মিডিয়া ব্যবহারের রাশ টানতে রীতিমতো ফতোয়া জারি করেছে।

মস্কোর আদালত জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন সংস্থা মেটার আওতায় রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মগুলি।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকেই এই সোশ্যাল সাইটগুলিকে দোষারোপ করতে শুরু করেছে রাশিয়া। মার্চ মাসের শুরু থেকেই রাশিয়াতে ফেসবুক ও টুইটার ব্যবহার করা যাচ্ছে না। এক সপ্তাহ আগে ইনস্টাগ্রাম ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। মস্কোর টেভরস্কই জেলা আদালতে ফেসবুক ও ইনস্টগ্রামে ‘চরমপন্থী কার্যকলাপ’-এর বিরুদ্ধে আবেদন জমা পড়েছিল। সেই আবেদনেই সীলমোহর দিয়েছে আদালত। তবে আদালত জানিয়েছে, হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে না কারণ এটার মাধ্যমে প্রকাশ্যে কোনও মতামত দেওয়া যায় না।

এখনও অবধি মেটার তরফে এর কোনও জবাব মেলেনি। সোমবার আদালতে শুনানি চলার সময় রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস মেটাকে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা অভিযোগ অভিযুক্ত করেছিল। এফএসবির প্রতিনিধি ইগর কোভালেভস্কি আদলতকে জানিয়েছিল মেটার কার্যকলাপ সরাসির রাশিয়া ও রুশ সেনাবাহিনীর বিরোধিতা করছে। ওই সংস্থার তরফে দাবি করা হয়েছিল অবিলম্বে দেশে মেটার যাবতীয় কার্যকলাপ বন্ধ করা হোক। ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়া এমনিতেই চাপে রয়েছে। পশ্চিমী বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর আর্থিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর কোর্টের খাঁড়া নেমে আসায় রাশিয়ার কোনও ক্ষতি হয় কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *