ব্যারাকপুরে উদ্ধার ১০০ কেজি বোমার মশলা! গ্রেফতার ৩ জন
Todays bangla :বোমা উদ্ধারের ঘটনা রাজ্যে। ভাটপাড়ায় বোমা উদ্ধারের পর এবার ব্যারাকপুরে উদ্ধার হল ১০০কেজি বোমার মশলা। বিস্ফোরক পাচার ও বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ।
। রাজ্যে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে প্রায় প্রতিদিনই পুলিশি অভিযানে উঠে আসছে, কেজি কেজি বাজির মশলা, পাশাপাশি প্যাকেট প্যাকেট বাজিও। এবার একেবারে ভয়াবহ, ১০০ কেজি বোমার মশলা উদ্ধার হল রাজ্যে।
ব্যারাকপুরের বাসুদেবপুর থানা এলাকার কেউটিয়ায় অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। তিন জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। সেই ধৃতদের মধ্যে দু’জন ভাটপাড়া ও একজন জগদ্দলের বাসিন্দা।
জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে ৫০ কেজি করে পটাশিয়াম নাইট্রেট ও আর্সেনিক সালফাইড। এখনও পর্যন্ত তদন্ত চালাচ্ছে পুলিশ। তাই স্বাভাবিকভাবেই রাজ্যে, পঞ্চায়েত ভোটের আগে এহেন ঘটনায় আরও সতর্ক পুলিশ প্রশাসন।