April 20, 2025 | Sunday | 10:58 PM

ব্রহ্মপুর হরিসভা সার্ব্বজনীন দুর্গোৎসব কমিটি – এর এবারের থিম ‘সাজঘর’

0

TODAYS বাংলা: ব্রহ্মপুর হরিসভা সার্ব্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে ৫৪ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “মোহনবাঁশী বাজবে এবার আগমনীর সুরে”। তবে এবারে তাদের থিম হল ‘সাজঘর’। তাদের এই থিমের ভাবনার কারণ ঘর আমাদের দেহের সঙ্গে সম্পর্কিত বা দেহকেই  ঘর বোঝানো হয়েছে, আমাদের দেহের বহিঃস্তরকে সাজিয়ে তুলতে আমাদের বিভিন্ন অলংকার ও প্রসাধনীর  প্রয়োজন হয় কিন্তু অন্তঃস্তর অর্থাৎ আমাদের অন্তরের জন্য প্রয়োজন হয় এক অন্যরকম প্রসাধন – বিবেক, চেতনা, ক্ষমা, করুণা ও শুভবুদ্ধি। দেবী বা শক্তি যেই নামেই ডাকি না কেনো তিনি তাঁর সবটুকু দিয়ে আমাদের অন্তরের চূড়ান্ত উত্তরণ ঘটান, তাই এই ভাবনা তাদের এবারের থিমের জন্য। ১০ই সেপ্টেম্বর থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন শঙ্কর মণ্ডল। শিল্পী হিসেবে রয়েছেন থিম শিল্পী: ইমন চক্রবর্তী, আবহ সঙ্গীত: সুযোগ বন্দোপাধ্যায়। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে ষষ্ঠী, সপ্তমী ও নবমীর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *