ভবানীপুর মুক্তদল- এর এবারের থিম ‘যেথায় কালী কল্লোলিনী , সেথায় দুর্গা মহিষাসুরমর্দিনী’
TODAYS বাংলা: ভবানীপুর মুক্তদল এবারে ৭৫ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “মায়াপুরে মহামায়া” । তবে এবারে তাদের থিম হল ‘যেথায় কালী কল্লোলিনী , সেথায় দুর্গা মহিষাসুরমর্দিনী ‘। তাদের থিমের এমন ভাবনার কারণ ভবানীপুর মুক্তদল ক্লাব কলকাতার বুকে প্রথম পুজো কমিটি যারা থিমের দুর্গা শুরু করেছিলো কয়েক দশক আগে। যে অঞ্চলে এই মুক্তদল ক্লাব দাঁড়িয়ে রয়েছে সেটা ঐতিহ্যময় কালীঘাট।

এই অঞ্চলের অতীত বর্তমান ফুটিয়ে তোলা হয়েছে এই বছরের ভাবনায় । ১০ ই অগাস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন গোপাল ইলেক্ট্রিক এবং শিল্পী হলেন ইন্দ্রায়ুধ সেন ও ঈশান মন্ডল (অভিন্দ্রা) । এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অভিযানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে।
