ভাইফোটার বাজারে আগুন দাম মাছ এবং মাংসের
TODAYS বাংলা: ভাইফোটার বাজারে আগুন দাম মাছ এবং মাংসের।শিলিগুড়িতে মাছ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতার।একেকটি মাছের দাম কেজী প্রতি বেড়েছে দেড়শো টাকার মত। শিলিগুড়ির সবকটি প্রধান বাজারেই মাছ এবং মাংসের দাম শুনে মাথায় হাত ক্রেতাদের।বড়মাছ দেড়শো টাকা ছোট মাছ পঞ্চাশ টাকা বেড়েছে কেজী প্রতি। বিক্রেতারা জানিয়েছেন কিছুই করার নেই বাজার বেড়েছে পাইকারি বাজারের দামেই। মাছের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাংসের দামও।

শিলিগুড়িতে পাঠার মাংস বেড়েছে কেজী প্রতি আটশো টাকা।কোন কোন জায়গায় পাঠার মাংস বিক্রি হচ্ছে নয়শো টাকার কাছাকাছি। পিছিয়ে নেই মিষ্টিও।শিলিগুড়িতে ছয় টাকার মিষ্টির দাম বেড়ে দাড়িয়েছে দশ টাকার মতন। সব মিলিয়ে ভাইফোটার আগে বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিলিগুড়ির মানুষ।