ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী মহাশয় এর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য কামনা
TODAYS বাংলা: ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী মহাশয় এর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর মঙ্গলের জন্য যজ্ঞের আয়োজন, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন স্থিত ১৩ নম্বর ওয়ার্ডের শিব মন্দিরে । এই যজ্ঞে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ির বিজেপী নেতৃত্বের অনেকেই। এই যজ্ঞে অংশ নিয়েছিলেন দার্জিলিং জেলা বিজেপীর শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন শিলিগুড়ির সকল শ্রেনীর বিজেপী নেতৃত্ব। যজ্ঞ শেষ করে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র ভরতেরই নয় সারা

বিশ্বের কাছে এক পথ প্রদর্শক।তার চিন্তা এবং ভাবনা নিয়ে শুধুমাত্র ভারতবর্ষই নয় সারা বিশ্বের মানুষ চলে।তাই জন্মদিনে তার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা নিয়ে এই যজ্ঞ করা হল।আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্থ জীবন প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে।