ভালোবাসা যখন প্রফেশন
TODAYS বাংলা: অর্পিতা মডেলিং জগতে এসেছেন ২০১৯ থেকে। স্ট্রাগল তাকে প্রথম থেকেই করতে হয়। তবে পরিশ্রমের সাফল্য সকলেই একদিন পান অর্পিতাও পেয়েছেন। এই জায়গায় সবথেকে বেশি তাকে সাপোর্ট করেছেন তার মেয়ে। মডেলিংয়ের প্রতি তার ভালোবাসা থেকেই এই প্রফেশনে আসা। ৫ বছরের যাত্রা পথে নিজেকে সফল হিসাবে দেখে খুবই খুশি। আরও অনেক দূর যাওয়ার আসায় তিনি রয়েছেন।

TODAYS বাংলার ক্যালেন্ডার শ্যুট ও ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন অর্পিতা।