ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড চক্রে বনগাঁ গ্রেফতার ২
TODAYS বাংলা: বেআইনি ভাবে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং ওই সব পরিচয়পত্র হাজার হাজার টাকায় বিক্রির বড়সড় চক্রের হদিস পেল বনগাঁ থানার পুলিশ।সোমবার রাতে চক্রের দুই পান্ডাকে গ্রেফতার কর হয়েছে। ধৃতদের নাম রাকেশ মণ্ডল এবং দিব্যেন্দু সরকার। তাদের বাড়ি স্থানীয় সুকপুকুরিয়া এবং হরিদাসপুরে। মঙ্গলবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
