ভূত চতুর্দশীর দিন আসানসোলের শ্মশানে ভূতেদের নেমন্তন্ন করে খাওয়ানো হয়
TODAYS বাংলা: ভুতদের নেমন্তন্ন করে খাওয়ানোর রীতি , গাল গল্প নয়, গত ৭৬ বছর ধরে এই রীতি মানা হচ্ছে আসানসোলের এক নম্বর ব্লকের সংলগ্ন শ্মশানে। প্রতিবছর ভূত চতুর্দশীর দিন ভূতদের নেমন্তন্ন করে খাওয়ানোর রীতি রয়েছে এখানে।

এই বছর তার ব্যতিক্রম হয়নি, রবিবার দিন এই নিয়ম মানা হয়েছে। কথিত আছে বামাক্ষ্যাপর এক শিষ্য শ্মশান সংলগ্ন গাছের মধ্যে ভূতেদের বেধেছিলেন। বিশ্বাস রয়েছে ওই গাছের মধ্যে এখনো ভূতের বসবাস আছে। তারপর থেকে ৭৬ বছর ধরে চতুর্দশীর দিন ভূতেদের নেমন্তন্ন করে খাওয়ানোর নিয়ম চলছে।