ভেনাস মোড় থেকে এয়ার ভিউ পর্যন্ত সরজমিনে পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র
TODAYS বাংলা: আসন্ন দুর্গা পূজা কার্নিভালকে সর্বাঙ্গীন সাফল্য মন্ডিত করতে ভেনাস মোড় থেকে এয়ার ভিউ পর্যন্ত সরজমিনে পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য আধিকারিকেরা। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর অনুষ্ঠান মঞ্চস্থ করবার জায়গা, ক্লাবের ট্যাবলো গুলোর চলার পথ নির্দিষ্টকরণ ইত্যাদি বিষয়গুলি আগের থেকেই ঠিক করা ছিল ছিল ।

এই গোটা ঘটনা সরজোমিনে খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ বৃন্দ, কমিশনার এস এম সি, ডি সি পি হেড কোয়ার্টার, বাস্তুকার শিলিগুড়ি পুর নিগম এবং শিলিগুড়ির থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ।এদিন মেয়র গৌতম দেব জানান আমাদের মুল লক্ষ হল অবাধ এবং শান্তিপূর্নভাবে পূজো সম্পনন করা।তাই আমরা সবকিছুর দিকেই লক্ষ রেখে চলেছি। আমাদের চেষ্টা এবং লক্ষ থাকবে যতটা পারা যায় একটা অন্যধরনের দূর্গাপূজোর আয়োজন করা।এদিন মেয়র গৌতম দেব শিলিগুড়ির বেশ কয়েকটি মোড় ঘুরে দেখেন। এবং অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দেন।