April 20, 2025 | Sunday | 10:57 PM

মডেলিং ইন্ডাস্ট্রিতে এঞ্জেল রিয়ার কাহিনী

0

TODAYS বাংলা: নারী চাইলে কিনা করতে পারে তার জন্য চাই অফুরন্ত ইচ্ছাশক্তি আর মনে একটু সাহস। মডেলিং ইন্ডাস্ট্রিতে নতুন মুখ এঞ্জেল রিয়ার কাহিনিটি ঠিক এমনই।

নিজের স্বপ্নের উড়ান দিতে বহু বাধা-বিপত্তি পেরিয়ে সম্প্রতি দুবছর সম্পূর্ণ করেছেন মডেলিং ইন্ডাস্ট্রিতে তার উজ্জ্বল উপস্থিতি।


এঞ্জেল রিয়া ওরফে সোনালি দত্ত গুপ্ত আর চার পাঁচটা সাধারণ মানুষের মতনই অবসর সময়ে নাচ-গান, রান্না, বই পড়ার মধ্যে মেতে থাকতে ভালোবাসেন।

তিনি আরও জানান, আগামী দিনে অভিনয় জগতে সুবর্ণ সুযোগ পেলে নিশ্চয়ই নিজেকে অভিনেত্রী হিসেবে দেখবেন।


গলফগ্রীনবাসী রূপসী মডেল রিয়ার মডেলিং ইন্ডাস্ট্রিতে পথ চলার শুরু ২০২০ সাল থেকে তবে এখনও পর্যন্ত সেইভাবে কোন ক্রাউনে ভূষিত না হলেও তার নিজেকে প্রতিষ্টিত করার অদম্য প্রচেষ্টাকে কুর্নিশ জানাই TODAYS BANGLA-র পক্ষ থেকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *