April 20, 2025 | Sunday | 8:49 AM

মডেলিং টাই এখন ধ্যান জ্ঞান সুপ্রিয়ার

0

TODAYS বাংলা- র সাথে ২ টি কাজ করেছেন সুপ্রিয়া বিশ্বাস। কালীপুজোর ব্যানার শুট ও ম্যাগাজিন শুট। পরবর্তীতে তিনি আবারও ৩ নম্বর কাজ করতে চলেছেন। মডেলিং টাই এখন সুপ্রিয়ার কাছে ধ্যান জ্ঞান তবে তার পাশাপাশি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন বি.পি.এড করার কথা ভাবছেন।

TODAYS বাংলা- র সাথে কাজ করে তার কেমন লেগেছে জানতে চাইলে তিনি বলেন -” TODAYS বাংলা প্রত্যেকটা ক্যান্ডিডেট কে নিজস্ব স্বাধীনতা দেয় কোনো নিয়মে তাদের বাঁধেন না। আর নিউ কামার্স দের জন্য যোগ্য প্ল্যাটফর্ম।”

TODAYS বাংলা- র পরবর্তী মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সন্স এর শুটে সুপ্রিয়াকে মডেল হিসাবে দেখা যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *