মদ বিক্রিতে টানা সাত দিনের নিষেধাজ্ঞা
TODAYS বাংলা: তিন শহরে নিষিদ্ধ মদ বিক্রি। সব শহর মিলিয়ে টানা ৫ দিন বন্ধ মদের দোকান। বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ, পুনেতেও একই ছবি। ১৪ সেপ্টেম্বর থেকে জারি হয়েছে নিষেধাজ্ঞা। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি. দয়ানন্দ ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে মদ বিক্রি নিষিদ্ধ করেছেন। নিষেধাজ্ঞা জারি থাকছে বার থেকে রেস্তোরাঁ, ওয়াইন শপ, পাব এবং মাইসোর সেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের (MSIL) আউটলেটগুলিতে প্রযোজ্য হবে।
