মধ্য পূজালী ছোটবটতলা দুর্গোৎসব কমিটি এর এবারের থিম “মহাতীর্থ অমরনাথ”
TODAYS বাংলা: দীর্ঘ এক বছর পর মা আবার মর্তে আসছে আমাদের কাছে। ২০২৪ এর পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। বলা যায় আর গুটি কয়েকদিন রয়েছে বাকি। এবার কলকাতার কোন জায়গায় কি মন্ডপ হচ্ছে তার হদিশ পেলাম আমরা। এরকমই একটি বিখ্যাত পুজো মণ্ডপের কথা আপনাদের বলবো। মধ্য পূজালী ছোটবটতলা দুর্গোৎসব কমিটি ৫৭ বছরের পুরোনো পুজো। যাদের এই বছরের থিম “মহাতীর্থ অমরনাথ “।

এই থিমের মাধ্যমে অমরনাথ দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। যে পর্বত আহরনের মধ্যে দিয়ে বরফানী বাবা অমরনাথ কে দর্শন করতে হবে ও অমরনাথকে দর্শন করে গুহার মধ্যেদিয়ে গর্বগৃহে প্রবেশ করতে হবে। এই গর্ভ গৃহে বৈষ্ণব দেবীর দর্শন পাবেন এবং সাথে মাতৃ প্রতিমা মন্ডপের সাথে সামনযশ্য রেখেই নির্মিত হচ্ছে। তাদের এই মন্ডপের মধ্যেমে বার্তা দিতে চান প্রকৃতিকে ভালো বাসুন এবং প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন এই ভাবনাই সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। আগের বছরের থিম ছিল আমরা সত্যিই কি হারিয়ে গেলাম, এবারে তাদের অভিনব ভাবনা। মন্ডপ তৈরির কাজ ৪ মাস আগে থেকেই শুরু হয়ে গেছে । প্রতিমা সজ্জায় এবং মন্ডপ সজ্জায় রয়েছেন অনুপম মিস্ত্রী ও সৌকত মন্ডল। এই বছরে তারা প্রায় প্রচুর সংখ্যক দর্শনার্থী প্রতি দিন আশা করছেন। আসুন দেখা যাক ছবির মাধ্যমে তাদের মন্ডপের কিছু ঝলক।

