মনিমালা মণ্ডলের প্রযোজনায় আসতে চলেছে অভিনেত্রী পায়েল সরকারের নববর্ষের আকর্ষণীয় লুক
TODAYS বাংলা: পায়েল সরকার – অভিনেত্রী তথা মডেল হিসেবে হিসেবে এই মূহুর্তে রাজ করছেন। আর নববর্ষ মানেই বাঙালির এক নতুন উৎসব। নতুন ভাবে সেজে ওঠা আর তাই সেজে ওঠার আনন্দকে ঘিরে মনিমালা মণ্ডলের প্রযোজনায় পায়েল সরকারের নতুন ব্যানার অথবা হোর্ডিং শুট হয়ে গেলো।


সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনার ভাবাশিস গাঙ্গুলির সাজসজ্জায় সাদা জামদানির শাড়িতে পায়েল সরকারের লুকটি ফুটে উঠেছে। মডেল হিসেবে কাজ করেছেন সুমন পান্ডে।

হাওড়া শ্যামপুরের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মনিমালা মন্ডল আজ বাংলার প্রথম সারির মেকআপ আর্টিস্ট র মধ্যে একজন যার নাম আজ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে।
খুব শিগগিরই কলকাতার সব জায়গাতে এই হোর্ডিং টি ছড়িয়ে পড়বে