মাস্ক না পড়া ছাত্রীদের হাতে গোলাপ দিয়ে ,মিষ্টি মুখ করিয়ে ,মাক্স পরিয়ে সচেতনতায় অভিনব উদ্যোগ
দেবাশীষ মন্ডল,বনগাঁঃ প্রশাসনের পক্ষ থেকে মানুষকে বারবার সচেতন করা হলেও বাড়ি থেকে মাক্স না করেই বেরিয়ে পড়েছেন বহু মানুষ। স্বাস্থ্যবিধি মানছেন না তারা। তাই সেই সব মানুষদের সচেতন করতে উদ্যোগী হল তৃণমূল কর্মীরা। আজ বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পুরুষ ও মহিলা কর্মীরা মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল। বনগাঁ যশোর রোড এর ১নম্বর রেল গেট এলাকায় মাস্ক ছাড়া যাত্রীদের দেখলেই তাদের হাতে তুলে দিলেন গোলাপ ।
মিষ্টিমুখ করিয়ে মাস্ক পরিয়ে দিলেন। হাতে দিলেন স্যানিটাইজারের বোতল। বাড়ি থেকে মাস্ক না পরে বেরিয়ে অনেক যাত্রী গোলাপ হাতে নিয়ে মিষ্টিমুখ করে লজ্জায় লাল হয়ে গেলেন৷ তারা জানালেন এই ভুল আর হবে না।উদ্যোক্তাদের মধ্যে সুজয় ঘোষ বলেন” মাছ না পড়ে বেরিয়ে পড়া যাত্রীদের একটু লজ্জা দিয়ে তাদের সচেতন করার চেষ্টা করলাম।