মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এর এবারের থিম “সন্ধ্যা”
TODAYS বাংলা: দীর্ঘ এক বছর পর মা আবার মর্তে আসছে আমাদের কাছে। ২০২৪ এর পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। বলা যায় আর গুটি কয়েকদিন রয়েছে বাকি। এবার কলকাতার কোন জায়গায় কি মন্ডপ হচ্ছে তার হদিশ পেলাম আমরা। এরকমই একটি বিখ্যাত পুজো মণ্ডপের কথা আপনাদের বলবো। মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৪৯ বছরের পুরোনো পুজো। যাদের এই বছরের থিম “সন্ধ্যা “। এই থিমের মাধ্যমে বাঙালি পরিবারের সন্ধ্যা বেলার বাঙালি মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছেন। আগের বছরের থিম ছিল প্যারিসের অপেরা হাউজ, এবারে তাদের অভিনব ভাবনা। মন্ডপ তৈরির কাজ ২ মাস আগে থেকেই শুরু হয়ে গেছে । প্রতিমা সজ্জায় এবং মন্ডপ সজ্জায় রয়েছেন অনির্বাণ দাস এবং ভুবন পাল। এই বছরে তারা প্রায় প্রচুর সংখ্যক দর্শনার্থী প্রতি দিন আশা করছেন।
