মুক্তি পেতে চলেছে কৌশিক গাঙ্গুলির নতুন ছবি
TODAYS বাংলা : আরো একবার মুক্তি পাচ্ছে কৌশিক গাঙ্গুলির নতুন ওয়েব সিরিজ। ‘টিকটিকি’-র পর এবার মুক্তি পেতে চলেছে ‘প্র্যাঙ্কেনস্টাইন’।
ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং।

চলতি বছরের এপ্রিল মাসে ‘ক্লিক’ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন সাগ্নিক চট্টোপাধ্যায় ও সিরিজটি প্রযোজনা করছেন মিল্কি ওয়ে।

কৌশিক গাঙ্গুলী এই সিরিজে এক রহস্যময় প্রৌঢ়ের চরিত্রে অভিনয় করবেন।

এছাড়া চার বন্ধুর চরিত্রে দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুণ্ডু, রেমোকে দেখা যাবে। এছাড়া অন্যান্য চরিত্রে ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায়, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাসগুপ্ত, অয়ন্তিকা পালকে দেখা যাবে।
