April 20, 2025 | Sunday | 12:36 PM

মৃত নাবালিকার বাবার দাবি হাসপাতাল-পুলিশের অধীনে ময়নাতদন্ত নয়

0

TODAYS বাংলা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে বিচারের দাবিতে দফায় দফায় অবরোধ, বিক্ষোভ। শনিবার থানায় ভাঙচুরের পর বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রবিবার সকাল থেকে মহিষমারিতে টহল দিচ্ছে পুলিশ। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।শনিবার পদ্মহাট গ্রামীণ হাসপাতালে ও কাটাপুকুর মর্গে দফায় দফায় বিক্ষোভ চলেছে। নাবালিকার দেহ সংরক্ষণের দাবি জানায় বিজেপি-সিপিএম, দুই বিরোধী দলই। তাঁদের একটাই দাবি, রাজ্য সরকার, হাসপাতাল ও পুলিশের অধীনে ময়নাতদন্ত করা যাবে না। একই দাবি মৃতার পরিবারের বাবার। দাবি মৃতার পরিবারের আইনজীবী চন্দনকুমার সাহার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *