মেট্রো নির্মাণের কারণে ভেঙে যাওয়া ২৩টি বাড়ির নকশা অনুমোদন করবে পুরসভা
TODAYS বাংলা: বৌবাজার মেট্রো বিপর্যয়ের জেরে ভেঙে পড়া ২৩টি বাড়ির নতুন নকশা অনুমোদন করতে চলেছে কলকাতা পুরসভা। আগামী শুক্রবার মেয়র পরিষদ বৈঠক করে সেগুলির জন্য বিশেষ অনুমতি দেবে। বুধবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বৌবাজারে মেট্রো নির্মাণের ফলে ক্ষতিগ্রস্তদের নিয়ে কলকাতা পুরসভা কী সিদ্ধান্ত নিয়েছে? এই বিষয়ে প্রশ্ন তোলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। সেই প্রশ্নের জবাব দিতে গিয়েই বৌবাজার মেট্রো নিয়ে পুরসভার অবস্থান স্পষ্ট করেন মেয়র।তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বৌবাজার বিপর্যয়ের জেরে যাঁদের বাড়ি ভাঙা পড়েছে, তাঁদের বাড়ি তৈরির ক্ষেত্রে বিশেষ অনুমোদন দেওয়া হবে।’’
