যোধপুর গার্লস সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মঙ্গলকামনা করলেন কাউন্সিলর মৌসুমী
TODAYS বাংলা: শুরু হয়ে গেলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র ছাত্রীদের জীবনের একটি বড়ো অধ্যায়। যোধপুর গার্লস সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ, জলের বোতল, পেন এবং দইয়ের ফোঁটা দিয়ে মঙ্গলকামনা কাউন্সিলর মৌসুমী দাস। পাশে ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার। পরে এ কে ঘোষ স্কুলেও উপহার ও জল তুলে দেন মৌসুমী।


