রথতলা ড: বিধানচন্দ্র রায় ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উৎযাপন
সৃঞ্চিনী পোদ্দার, কামারহাটি: প্রতিবছর স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপনের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি উদযাপন করা হতো। রথতলা ড: বিধানচন্দ্র রায় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আয়োজিত এই দিন উদযাপনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা কলাকুশলীরা অংশগ্রহণ করতেন। জাকজমকতার সাথে শুরু হল এই দিনটি প্রতিবছর পালন করা হতো। রথতলা ড: বিধানচন্দ্র রায় ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় প্রতিবছরের জাকজমকতাকে এক ধাক্কায় থমকে দিল করোনা।
সরকারি নির্দেশ মেনে ৫০ জন মানুষদের নিয়ে আজ স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উদযাপন করলেন রথতলা ডঃ বিধানচন্দ্র রায় ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিমল সাহা। রথতলা ড: বিধানচন্দ্র রায় ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজ করোণাকালের মাঝে সমস্ত বিধি নিষেধ মেনে পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিবস। কামারহাটি পৌরসভার সামনে রথতলা মোড় এ বিবেকানন্দের মূর্তিতে মাল্য দান করে দিনটি উৎযাপন করা হয়। রথতলা ড: বিধানচন্দ্র রায় ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিমল সাহার তত্ত্বাবধানে এইদিন সমস্ত অনুষ্ঠান সম্পুর্ন হয়।
সকলে মাক্স পড়ে করনা বিধি মেনে মশাল জ্বালিয়ে এদিন এই দিনটি পালন করে রথতলা ড: বিধানচন্দ্র রায় ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিমল সাহা। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে এই দিনটি আবারো আগের ছন্দে ধুমধাম করে উদযাপন করবেন এমনটাই জানালেন বিমল সাহা।