রাজবংশী ভাষায় প্রকাশিত হল নলিনী রঞ্জন রায়ের লেখা বই
TODAYS বাংলা: আজ শিলিগুড়িতে রাজবংশী ভাষায় লেখা ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়ের লেখা একটি বইএর উদ্বোধন হল।

উদ্বোধন করলেন শিলিগুড়ির দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ এবং শিলিগুড়ির একুশ নং ওয়ার্ডের কাউন্সিলার কুন্তল রায় সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তি।

লেখ নিজে এই মূহুর্তে ব্যক্তিগত কাজে কলকাতায় থাকবার কারনে ভার্চুয়ালের মাধ্যমে তিনি তার বইএর উদ্বোধন করলেন।সঙ্গে শিলিগুড়ি থেকে এই বইএর উদ্বোধন করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

লেখক নলিনী রঞ্জন রায় জানান তার লেখা আরো তিনটে বইএর উদ্বোধন এই বছরেই করা হবে।তিনি আরো জানান তার মুল লক্ষ হল রাজবংশী বইকে সারা বাংলা জুড়ে ছড়িয়ে দেওয়া।এবং সারা বাংলার মানুষ যাতে এই বই নিতে পারে সেটার দিকে লক্ষ রাখা।
