April 21, 2025 | Monday | 4:05 AM

রাজ্য সরকারের সনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যেগে মহেশ তলা রসপুঞ্জ অঞ্চলে সবলা মেলা ২০২২ উদ্বোধন হয়

0

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- বিগত প্রায় দুই বছর করোনা আবহে সমস্ত অনুষ্ঠান বন্ধ ছিল,এখন করোনার সংক্রমণ আগের তুলনায় অনেক টা কম তাই প্রতি বছরের ন্যায় এবছর আবারও শুরু হলো I

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক অন্তর্গত রসপুঞ্জ অঞ্চলে অনুষ্ঠিত হলো “সবলা” মেলা ২০২২ I

উদ্বোধন উপলক্ষে উপস্থিত আছেন মগরাহাট বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা সহ কুল্পী বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন

সাংগঠনিক জেলার সভাপতি যোগরঞ্জন হালদার , সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন চন্দ্র নস্কর সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ॥

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *