রাতে নামলো ধ্বস, আতঙ্কিত আসানসোলের গ্রামাঞ্চল!
TODAYS বাংলা: পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জের পর এ বার ধসের কবলে সাঁকতোড়িয়া। কুলটি থানার অন্তর্গত রক্তা গ্রামে একটি জায়গায় বুধবার ধস দেখে আতঙ্কিত এলাকাবাসী। চিন্তায় ওই জায়গার মালিক। ধসের জেরে জমির একাংশ তলিয়ে গিয়েছে মাটির তলায়। বাগানের মধ্যে একটি শৌচালয় ছিল। সেটি ঝুলে রয়েছে।

ধস ক্রমশ এগোচ্ছে গোপ পরিবারের বসতবাড়ির দিকে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় প্রথম ধস শুরু হয়। বুধবার সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। এই ঘটনায় এলাকার লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পরিবারের এক সদস্য অসীম গোপ বলেন, ‘‘ধস ক্রমশ গভীর হচ্ছে। আয়তনেও বৃদ্ধি পাচ্ছে। আতঙ্কের মধ্যে দিন কাটছে আমাদের।’’ তাঁর সংযোজন, ‘‘বৃষ্টি হওয়ার পরেই ধস শুরু হয়। ক্রমশ তা বাড়ছে।’’