April 21, 2025 | Monday | 12:11 PM

রাত ভোর বৃষ্টির কারণে ভেসে গেলো দুর্গাপুর

0

TODAYS বাংলা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেরকমই গতকাল রাতভর বৃষ্টি হয়েছে দুর্গাপুরে। তার ফলে জলমগ্ন হয়েছে শহরের একাধিক ওয়ার্ড। কার্যত জল থৈ থৈ অবস্থা, শহরের রাস্তা যেন নদীর রূপ নিয়েছে। এরফলে দুর্গাপুরে ব্যহত হয়েছে জনজীবন। বহু মানুষ আশ্রয় নিয়েছেন কলেজে। এছাড়াও, জলের তোড়ে ভেসে গিয়ে ম্যানহোলের ঢুকে গিয়েছে একটি বাইক।

এদিকে, বৃষ্টির জলে শহর বানভাসি হওয়ায় রাজ্য সরকারকেই দায়ী করেছে বিরোধী শিবির।গতকালের বৃষ্টিতে ডুবে গিয়েছে দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা। রাতভর বৃষ্টিতে ভয়ানক পরিস্থিতি হয়েছে দুর্গাপুর শহরের ১৯,২০, ২১ নম্বর ওয়ার্ড। জল জমেছে ১৩-১৪ নম্বর ওয়ার্ডেও। সেপকো টাউনশিপের একাংশ, সরকারি মহাবিদ্যালয়ের পাশের বস্তি, এনআইটির সামনের রাস্তা, ৫৪ফুট, তপোবন আবাসন, সারদাপল্লী, শ্রীনগরপল্লী, আনন্দপুরী, মেন গেটের একাংশ সহ বহু জায়গা কার্যত জলের তলায়। এনআইটির সামনের রাস্তায় বাইক ভেসে যেতে দেখা যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *