রামপুরহাটের নৃশংস গণহত্যায় নিহতদের সৎকার করলেন জেলাশাসক
TODAYS বাংলা: রামপুরহাটে তৃণমূল নেতা খুনের পর নৃশংস গণহত্যায় আগুনে পুড়ে মৃতদের প্রথমে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হয়।

দেহগুলির ময়নাতদন্তের পর গ্রামে নিয়ে যান প্রশাসনের আধিকারিকরা। সেখানে জেলাশাসকের উপস্থিতিতে তাদের শেষকৃত্য হয়।

রামপুরহাটের বগটুই গ্রামের পুড়ে যাওয়া বাড়ি এবং এলাকা পর্যবেক্ষণের পর সিট বলছে, দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছিল। কারা লাগিয়েছেন, তা তদন্ত করে দেখা হবে।

এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা এই গ্রাম ও পাশের গ্রামের বাসিন্দা। যাদের দেহ উদ্ধার করা হয়েছিল তাদের ময়নাতদন্ত হয়।

তবে কোনটি পুরুষের দেহ এবং কোনটি নারীর, সেটি চিহ্নিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত থেকে নিয়ে আসার পর দেহগুলির সত্কারের ব্যবস্থা করে প্রশাসন। রাত ৯ টার পর সেই প্রক্রিয়া শুরু হয় এবং নিয়ম মেনেই কবর দেওয়া হয় মৃতদেহ গুলি।