রামপুরহাটের মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি
Todays বাংলা: রামপুরহাটে ১০ জনের মৃত্যুর ঘটনায় আদালতের দ্বারস্থ হল বিজেপি। গেরুয়া শিবিরের লিগাল সেলকে মামলা দায়ের করার অনুমতিও দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

তবে বিজেপি এখনও কোনও মামলা দায়ের করেনি।
রামপুরহাটে তৃণমূল (TMC) উপপ্রধান খুনের পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই গ্রাম।

আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে সেই গ্রামে। যত তাড়াতাড়ি হোক হাইকোর্ট যেন এই বিষয়টা নিয়ে মামলা করে এই আরজি নিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি।

মঙ্গলবার আদালতের উল্লেখ পর্বে রামপুরহাট প্রসঙ্গ সামনে এনে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবীরা। স্বতঃপ্রণোদিত মামলা না হলেও বিজেপিকে মামলা করার অনুমতি দিল ডিভিশন বেঞ্চ।

বিজেপির আইনজীবীরা জানিয়েছেন, ‘রামপুরহাট কাণ্ডে আদালত যাতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে, তার আরজি জানিয়েছিলাম।

কিন্তু আদালত এখনই স্বতঃপ্রণোদিত মামলা করতে রাজি নয়। তবে আমাদের মামলা করার অনুমতি দিয়েছে।’