রামপুরহাট কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় কে হুঁশিয়ারি অধীর রঞ্জন চৌধুরীর
TODAYS বাংলা
: বীরভূমের রামপুরহাটে উপপ্রধান খুন এবং একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

তিনি বলেন “বাংলায় মানুষের নিরপত্তা নেই। প্রতিদিন রাজনৈতিক হত্যা হচ্ছে।”
রামপুরহাট কাণ্ডে আগেই রাজ্যে ৩৫৫ ধরা লাগু করার দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে তিনি।

বিমানবন্দরে ৩৫৫ ধারা ব্যাখ্যা দেন তিনি তিনি বলেন, “৩৫৫ ধারা কী? ভারতের সংবিধানের বলা রযেছে যে, একটা রাজ্যকে কেন্দ্র নির্দেশ দেবে, সেই রাজ্য যেন সংবিধান থাকা দায়িত্ব পালন করে। সেই রাজ্য যেন রাজ্যের মানুষকে রক্ষা করে।”

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে লেখা চিঠিতে অধীর চৌধুরী অভিযোগ করেছেন যে, “রাজ্যে আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। শুধু গত মাসেই রাজ্যে ২৬টি রাজনৈতিক খুন হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরী হুঁশিয়ারি দেন, “সাপুড়ের মৃত্যু হয় সাপের কামড়েই। যে বিষধর সাপ নিয়ে খেলেছেন, সেই বিষধর সাপের কামড়েই তৃণমূল ধ্বংস হবে।”