রূপ-রঙ,বর্ণ,উচ্চতা কখনো কোনো নারীকে বেঁধে রাখতে পারেনা উদাহরণ দিলেন মৌমিতা মণ্ডল
পূর্বা রায়,TODAYS বাংলা: রূপ-রঙ,বর্ণ,উচ্চতা কখনো কোনো নারীকে বেঁধে রাখতে পারেনি; না আজও পারবে তারই উদাহরণ মৌমিতা মন্ডল। জীবনের সব প্রতিকূলতাকে জয় করে লক্ষ্যের পথে হাঁটছেন তিনি।


ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল তার লাইমলাইটে থাকার, তার এই ইচ্ছাশক্তিকে দৃঢ় করে দেড় বছর ধরে সগৌরবে কাজ করে চলেছেন ফ্যাশন মডেল ইন্ডাস্ট্রিতে।


ফ্যাশন মডেলিংর পাশপাশি গান করা ও ছবি আঁকায় সমানতালে পারদর্শী মডেল মৌমিতা।
হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে দীর্ঘদিন কর্মসূত্রে থেকেছেন নানান রাজ্যে তবে স্বপ্নকে রূপ দিতে পাড়ি দিয়েছেন মডেলিং ইন্ডাস্ট্রিতে নিজেকে “সাইজ মডেল” হিসেবে প্রতিষ্ঠা করতে।


মহানায়ক উত্তম কুমারের অনুরাগী মৌমিতা মন্ডল আগামী দিনে নিজেকে অভিনেত্রী হিসেবে দেখার প্রস্তুতিতে রয়েছেন।


মৌমিতা মণ্ডল কে সমাজের কুরুচিকর মন্তব্য ও চিন্তাধারা কে অতিক্রম করে একজন “প্লাস সাইজ মডেল” হিসেবে নিজেকে আত্মসম্মানবোধে সাফল্যের শিখরে পৌঁছানোর প্রচেষ্ঠা কে শুভেচ্ছা জানাই TODAYS BANGLA-র পক্ষ থেকে।


