রেললাইনে রাখা গ্যাস সিলিন্ডার, পাশে পেট্রোল-দেশলাই! বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো কালিন্দী এক্সপ্রেস
TODAYS বাংলা: লাইনচ্যুত করার চেষ্টা করা হল কালিন্দী এক্সপ্রেসকে। ট্রেন যাতে লাইন থেকে ছিটকে যায়, তার জন্য রেললাইনে রাখা ছিল এলপিজি সিলিন্ডার। সেই সিলিন্ডারে ধাক্কা মারলেও, কোনওক্রমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। কে বা কারা এই ঘটনা ঘটাল, তার তদন্ত করছে পুলিশ।রবিবার সকালে এই ঘটনা ঘটে। প্রয়াগরাজ থেকে ভিওয়ানির দিকে যাচ্ছিল কালিন্দী এক্সপ্রেস। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ শিবরাজপুর এলাকা দিয়ে যাওয়ার সময়ই আচমকা দেখা যায় রেল ট্রাকে রাখা এলপিজি সিলিন্ডার। সজোরে ওই সিলিন্ডারে ধাক্কা মারে ট্রেন।

সঙ্গে সঙ্গে ব্রেক কষেন চালক।নিমেষে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত, তবে ভাগ্যক্রমে ধাক্কা লেগে রেললাইন থেকে ছিটকে পাশে পড়ে যায় সিলিন্ডারটি। এরফলে কোনও দুর্ঘটনা ঘটেনি। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় রেলের উচ্চপদস্থ আধিকারিকদের। ডাকা হয় ফরেন্সিক টিমও। রেলওয়ে প্রোকেটশন ফোর্স ঘটনার তদন্ত করছে।