লক্ষীর ভান্ডার বন্ধের নিদান ঘাটাল তৃণমূল চেয়ারম্যানের! মন্তব্যের জেরে বিতর্ক এলাকায়
TODAYS বাংলা: ঘাটাল লোকসভার সাংগঠনিক জেলার কিষান খেত মজুর সংগঠনের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান অমল পন্ডা। জনসভায় মহিলাদের উপস্থিতি অত্যন্ত কম দেখতে পাওয়ায় কার্যত চটে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সভা থেকে অমল পন্ডা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যা সুযোগ-সুবিধা দিয়েছেন তা আমরা ভুলে গেছি। আজকের জনসভায় মহিলাদের উপস্থিতির হার অত্যন্তই কম। মায়েদের জন্য লক্ষীর ভান্ডার, বোনেদের জন্য নানা প্রকল্প থাকার পরও মহিলাদের সংখ্যা এত কম! আমি পূর্ণেন্দু দাকে বলব দিদির সঙ্গে কথা বলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে। মেয়েদের সংখ্যা এত কম হতে হলে চলবে কেন?” তৃণমূল নেতার এই মন্তব্যে তীব্র বিতর্ক ছড়িয়েছে এলাকায়।