শান্তিপল্লী পূজা সমিতি এর এবারের থিম “বাংলার মাটি, বাংলার মা”
TODAYS বাংলা: দীর্ঘ এক বছর পর মা আবার মর্তে আসছে আমাদের কাছে। ২০২৪ এর পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। বলা যায় আর গুটি কয়েকদিন রয়েছে বাকি। এবার কলকাতার কোন জায়গায় কি মন্ডপ হচ্ছে তার হদিশ পেলাম আমরা। এরকমই একটি বিখ্যাত পুজো মণ্ডপের কথা আপনাদের বলবো। শান্তিপল্লী পূজা সমিতি ৮৬ বছরের পুরোনো পুজো। যাদের এই বছরের থিম “বাংলার মাটি, বাংলার মা “।

এবার পূজা মণ্ডপে থাকবে পুরোটাই মাটির ছোঁয়া।যেমন থাকবে মাটির থালা, বাটি, গ্লাস, সরা, ঘট যা পুজোর কাজে ব্যবহৃত হয়.
তেমনই থাকবে মাটির ঘণ্টা থেকে শুরু করে মাটির পুতুল ও মাটির কারুকার্য. এই সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছেন। আগের বছরের থিম ছিল প্যারিসের অপেরা হাউজ, এবারে তাদের অভিনব ভাবনা। প্রতিমা সজ্জায় এবং মন্ডপ সজ্জায় রয়েছেন ভাস্কর শ্রী প্রদীপ রুদ্র পাল। এই বছরে তারা প্রায় প্রচুর সংখ্যক দর্শনার্থী প্রতি দিন আশা করছেন।

