শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাব- এর এবারের থিম ‘সাধনা’
TODAYS বাংলা: শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাব
এবারে ৪০তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “অ্যাকুরিয়াম-এর মানুষ”। তবে এবারে তাদের থিম হল ‘ সাধনা’। তাদের এই থিমের ভাবনার কারণ মানুষ এখন রোজকার এই জীবন সাইকেলে দৌড়েই চলেছে সাফল্যতার পেছনে ছুটে চলেছে। কিন্তু এই জাতাকলে থাকতে থাকতে গোটা পৃথিবী বন্ধ্যা হয়ে যাবে তাই সাধনার মধ্যে শান্তির খোঁজার বার্তা দিচ্ছেন তারা।

২৫ আগস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় দাস ইলেকট্রিক , শিল্পী হিসেবে রয়েছেন সৃজনে- সৌরভ নাগ, প্রতিমা শিল্পী: নব পাল ,আবহে- সুদীপ্ত সাহা। এছাড়া বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধা দের নিয়ে তৃতীয়া তে বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে।