শিবরাত্রির দিন মানবিকতার পরিচয় নদীয়ার এক গৃহবধূর।
গোপাল বিশ্বাস, TODAYS বাংলা:–
কথায় আছে “শিব জ্ঞ্যানে জীব সেবা” কিন্তু বাস্তবে তার ছবি বা সাক্ষি আমরা হয়তো দেখতেই পাই না।
এবছর শিবরাত্রি উপলক্ষ্যে এমনি এক ছবি দেখা গেল নদীয়ায়।
নদীয়ার জেলার রানাঘাট ১ নম্বর ব্লক এর অন্তর্গত রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মিলন বাগান স্কুল পাড়ায়।
গতকাল সন্ধ্যায় শুরু হয় শিব চতুর্দশী বা শিবরাত্রির তিথি, যা রবিবার বেলা পর্যন্ত ছিল। এই উপলক্ষে রবিবার রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মিলন বাগান স্কুল পাড়া এলাকার গৃহবধূ সহেলী বোস।

তার নিজের উদ্যোগে এলাকার একাধিক ইট ভাটায় থাকা ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সহ , দূধ,বিস্কুট , চকোলেট তুলে দেওয়া হয়।
গৃহবধূ সহেলি বোস, এলাকায় পরোপকারী হিসেবে পরিচিত, সকলের বিপদে ঝাপিয়ে পরে।

এবিষয়ে সহেলি বোস বলেন,আমাদের সমাজে এখন সিংহ ভাগ মানুষ ধর্মের প্রতি বিশ্বাস রাখেন।
সেই কারনে তারা শিব রাত্রির দিন শুধু নয়,বিভিন্ন সময় শুধু ঈশ্বরের আরাধনায় ব্রতী হয় কিন্তু সমাজে বিশেষ করে আর্তমানুষের খোজ খবর অনেকেই রাখে না, তিনি আরও বলেন আমাদের সমাজের এমন অনেক পরিবার আছে যারা তাদের ছোট ছোট শিশুদের প্রয়োজন মত এই দুধ সহ পুষ্টিকর খাদ্য দিতে না পাড়ায় অপুষ্টি জনিত রোগে ভোগে।
রানাঘাটের রামনগর ১ নং গ্রাম পঞ্চায়েতের মিলন বাগান স্কুল পাড়ায় এলাকায় থাকা কয়েক-শো বাচ্চাদের মধ্যে দুধ, বিস্কুট, চকলেট, ফ্রুটি দেওয়া হয়। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার একাধিক ইট ভাটায় থাকা শিশু দের মধ্যেও বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিন তাঁর এই উদ্যোগকে সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওই পিয়াসা তালুকদার , উত্তম দাস সহ অন্যান্য বহু মানুষজন।
একা গৃহ বধূর এহেন ভিন্ন ভাবনাকে বাস্তবতায় দেখে খুশি সকলে।