শিলিগুড়িতে পালন হল মাস্টারদা সূর্য সেনের ১২৯ তম জন্মদিবস
Todays বাংলা: শিলিগুড়িতে পালন করা হল মাষ্টারদা সূর্যসেনের ১২৯তম জন্মদিবস।আজ শিলিগুড়ির সূর্যসেন পার্কে মাষ্টারদার মুর্তিতে মালা দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং অন্যান্য কাউন্সিলারেরা।

সূর্যসেনের মুর্তিতে মালা দিয়ে রঞ্জন সরকার জানান ভারতের ইতিহাসে মাষ্টারদা সূর্যসেনের নাম একেবারে উজ্জল হয়ে আছে।তিনি যেভাবে তার জীবন দেশের জন্য সমর্পন করেছেন সেটা আমরা সবাই জানি।মাষ্টারদা তার জীবন সংগ্রামের মাধ্যমে দেশবাসীকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন।

তাই আমাদের কর্তব্য তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাকে কিছু ফিরিয়ে দেওয়া।এদিন মাষ্টারদা সূর্যসেনের জন্মদিনের উপলক্ষে পথচলতি মানুষদের খাওয়ানোর ব্যাবস্থা করা হয়,এবং ছোটদের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় মাষ্টারদার সন্মন্ধে রচনা লিখতে।

প্রায় ষাট জন প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়।পরে ডেপুটি মেয়র জানান মাষ্টারদা সূর্যসেনের নামাঙ্কিত এই পার্কের দায়িত্ব এবার থেকে রাজ্য সরকারের হাতে থাকবে।এই পার্কের দেখাশোনা করবার জন্য আরো দুজন সহায়ক নিয়োগ করবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশন।
